অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৯ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি এখন বেলারুশ কন্যা সাবালেঙ্কা। ফাইনালে রিবাকিনাকে ৪, , ৪ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। এর আগে সাবালেঙ্কার সেরা সাফল্য ছিল গত বছর ইউএস ওপেনের সেমিফাইনাল খেলা।

অস্ট্রেলিয়ান ওপেনের গত আসরে চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল তাকে। এক বছরের ব্যবধানে সেই তিনিই এবার চুমু আঁকলেন শিরোপায়।

সাবালেঙ্কার প্রথম হলেও রিবাকিনার এটি ছিল দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল।

গত বছর উইম্বলডনের শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। এবার প্রথম সেটটাও শুরু করেন জয় দিয়ে। কিন্তু পরের দুই সেটে খেই হারিয়ে ফেলেন কাজাখস্তানের এই টেনিস তারকা।

পূর্ববর্তী নিবন্ধফ্রেন্ডস্‌ ক্লাব কারাতে একাডেমির বেল্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম উপ-আঞ্চলিক স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্সে নোয়াখালী চ্যাম্পিয়ন