অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রস্তুতি সারল ভারত

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১৮ অক্টোবর, ২০২২ at ৫:২৮ পূর্বাহ্ণ

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ফেভারিট ভার এবং স্বাগতিক অস্ট্রেলিয়া। শেষ ওভারের নাটকে প্রস্তুতি ম্যাচে ভারত জিতেছে ৭ রানে। শেষ ওভারে ৪ উইকেট তুলে নেন মোহাম্মদ শামি। একটি রান আউট না হলে হ্যাটট্রিক করারও রেকর্ড গড়তেন এই পেসার। টসে হেরে ব্যাট করতে নামা ভারতের শুরুটা ছিল দুর্দান্ত দুই ওপেনার রাহুল এবং রোহিত তুলে নেন ৭৮ রান। ৩৩ বলে ৫৭ রান করে ফিরেন রাহুল। এরপর রোহিত এবং কোহলি খুব বেশি সুবিধা করতে না পারলেও দুর্দান্ত ব্যাটিং করেছেন সুরিয়া কুমার যাদব। তার ৩৩ বলে ৫০ এবং দিনেশ কার্তিকের ১৪ বলে ২০ রানের সুবাধে ১৮৬ রান সংগ্রহ করে ভারত। অস্ট্রেলিয়ার পক্ষে ৩০ রানে ৪ উইকেট নেন কেন রিচার্ডসন।
১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল ছিল অস্ট্রেলিয়ারও। মিচেল মার্শকে নিয়ে ৬৪ রান যোগ করেন ফিঞ্চ। ১৮ বলে ৩৫ রান করা মার্শকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন ভাবনেশ্বর কুমার। স্মিথ এবং মেঙওয়েলও ফিরেছেন যথাক্রমে ১১ এবং ২৩ রান করে। তবে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে ৫৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৬ রান করে দলকে জয়ের কিনারায় নিয়ে গিয়েছিলেন ফিঞ্চ। কিন্তু মোহাম্মদ শামি শেষটা ভাল হতে দিলনা স্বাগতিকদের। শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১১ রান। শামির প্রথম দুই বলে দুটি ডাবল নেন প্যাট কামিন্স। রান সেখানেই শেষ । পরের চার বলে ফিরেন যথাক্রমে প্যাট কামিন্স, অ্যাশটন আগার, জস ইংলিস ও কেন রিচার্ডসন। আগার রান আউট নাহলে এক ওভারে হ্যাটট্রিক সহ চার উইকেট হয়ে যেতো শামির। ৩ উইকেট নিয়েছেন এই পেসার।

পূর্ববর্তী নিবন্ধপ্রস্তুতি ম্যাচে হেরেছে পাকিস্তান
পরবর্তী নিবন্ধমঈনুদ্দিন হোসাইন স্মৃতি একাডেমি কাপ ফুটবলে ফরহাদাবাদের জয়