উচ্চ আদালতের নতুন প্র্যাকটিস নির্দেশনা অনুযায়ী প্রথমবারের মতো চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসিতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। আবদুল আমিন নামের একজন অস্ট্রেলিয়ান প্রবাসী তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী জুম’র (জুম ক্লাউডিং মিটিং) মাধ্যমে হাজিরা দিয়েছেন। আদালত কর্তৃক নির্ধারিত ব্যক্তি এবং অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধির উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহর আদালত আবদুল আমিনের এই হাজিরা রেকর্ড করেন। এর আগে আবদুল আমিনের আইনজীবী নতুন প্র্যাকটিস নির্দেশনা অনুযায়ী প্রযুক্তির সাহায্যে আবদুল আমিনের হাজিরা রেকর্ড চেয়ে আবেদন করেন।
আদালতসূত্র জানায়, আবদুল আমিন ২০২২ সালের একটি সিআর মামলার বাদী। ১৫ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগ তুলে তিনি সরওয়ার জামাল নামের অপর এক ব্যক্তির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। সরওয়ার জামাল মামলা দায়ের পরবর্তী থেকে পলাতক আছেন। তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। মামলাটি বর্তমানে বিচারের জন্য প্রস্তুত হয়ে গেছে। দায়রা আদালতে চলে যাবে মামলাটি। সেখানে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরু হবে। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. উসমান উদ্দিন আজাদীকে বলেন, মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ার পর বাদীর আদালতে হাজিরা দিতে হয়। কিন্তু বাদী আবদুল আমিন অসুস্থ থাকায় তিনি দেশে আসতে পারছেন না। দূরবর্তী স্থানে ভ্রমণ বিষয়ে ডাক্তারের নিষেধ রয়েছে। এমন অবস্থায় তার আইনজীবী নতুন প্র্যাকটিস নির্দেশনা অনুযায়ী আবদুল আমিনের হাজিরা সংক্রান্ত শুনানি চেয়ে আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ায় বসে মামলায় হাজিরা দিয়েছেন ব্যবসায়ী আবদুল আমিন।
আইনজীবী মো. উসমান উদ্দিন বলেন, নতুন প্র্যাকটিস নির্দেশনা অনুযায়ী তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের বাইরে থেকেও মামলার শুনানিতে হাজির হওয়ার ঘটনা এটিই প্রথম। চট্টগ্রাম আদালতে এর আগে এমনটি হয়নি। দেশের অন্যান্য আদালতেও সম্ভবত এমন শুনানি অনুষ্ঠিত হয়নি।
উচ্চ আদালতের নতুন এই প্রাকটিস নির্দেশনা ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলেও জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
আদালতসূত্র জানায়, গত ২০ আগস্ট প্রধান বিচারপতি নতুন এই প্র্যাকটিস নির্দেশনা জারি করেন। সাক্ষ্যগ্রহণসহ মামলার অন্যান্য কার্যক্রমে সংশ্লিষ্টদের কষ্ট ও ভোগান্তি লাঘবে উচ্চ আদালতের পক্ষ থেকে এই নির্দেশনা আসে।