অসুস্থ হয়ে মওদুদ হাসপাতালে

আজাদী অনলাইন | শনিবার , ২ জানুয়ারি, ২০২১ at ৫:৪৮ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
৮০ বছর বয়সী এই রাজনীতিকের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছিল বলে জানিয়েছেন তার একান্ত সহকারী মোমিনুর রহমান সুজন।
মওদুদ ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন গত ৩০ ডিসেম্বর বুধবার। চিকিৎসায় তার অবস্থার উন্নতি হয়েছে বলে জানান তার সহকারী। বিডিনিউজ
সুজন আজ শনিবার (২ জানুয়ারি) বলেন, “স্যারের রক্তের হিমোগ্লোবিন লেভেল কমে যাওয়ায় গত ৩০ ডিসেম্বর এভারকেয়ার হসপিটালে ভর্তি হন। আজকে উনার অবস্থা ভালো। রক্তে হিমোগ্লোবিনের অবস্থাও বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকরা বলেছেন, ২/১ দিনের মধ্যে বাসায় যেতে পারবেন।”
হাসপাতালে ভর্তির পর মওদুদের করোনাভাইরাস পরীক্ষাও করা হয়েছিল জানিয়ে সুজন বলেন, “তাতে ফল ‘নেগেটিভ’ এসেছে।”
এইচ এম এরশাদের সরকারে প্রধানমন্ত্রী, উপ-রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা ব্যারিস্টার মওদুদ পরে বিএনপিতে যোগ দিয়ে খালেদা জিয়ার সরকারে আইনমন্ত্রী হয়েছিলেন।
মওদুদের স্ত্রী হাসনা জসীমউদদীন মওদুদ পল্লীকবি হিসেবে খ্যাত কবি জসীম উদদীনের মেয়ে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে শীতার্ত মানুষের পাশে স্বজন সম্মিলন পরিষদ