শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, অসহায় রোগীদের কল্যাণে রোগীকল্যাণ সমিতির কার্যক্রম প্রশংসনীয়, দুঃস্থ মানুষের জীবন রক্ষায় সহায়তা করা একজন সক্ষম মানুষের ঈমানী দায়িত্ব। গত শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সম্মেলন কক্ষে রোগীকল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ‘রোগীকল্যাণে যাকাতের অর্থ ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা সমিতির সভাপতি ও চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে রোগীকল্যাণ সমিতির জন্য ১০ কোটি টাকার স্থায়ী তহবিল গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি তার পক্ষ থেকে ১০ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। এছাড়া তিনি এ অনুদান প্রতি বছর আরও বর্ধিত আকারে দেবেন বলে জানান।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চমেকের অধ্যক্ষ প্রফেসর সাহেনা আকতার, চমেক উপাধ্যক্ষ প্রফেসর ডা. হাফিজুর রহমান, সমাজসেবা অধিদফতরের ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক সিলেট মো. শহীদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ওয়াহীদুল আলম ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।সৈয়দ মোরশেদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. মনসুর উদ্দিন আহমেদ, মাওলানা নুরুল আবছার, ডা. তৈয়ব সিকদার, আলহাজ্ব মাহমুদুল হাসান, এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রইসুল উদ্দিন সৈকত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।