জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যেটি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। পটিয়াতে এমন কোন মন্দির নেই, এ সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। তারপরও পটিয়াতে একটি মহল হিন্দুদের জায়গা সম্পত্তি দখল করতে চান। এদের স্থান পটিয়ায় হবে না। দখল-বেদখল করতে না পেরে ওই মহলটি নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন। গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ পূজা পরিষদ পটিয়া উপজেলা ও পৌরসভা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হুইপ এই কথা বলেন। আলোচনা সভা শেষে পটিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি যদুরঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং পটিয়া পৌরসভা পূজা পরিষদের সভাপতি প্রনব দাশ ও সাধারণ সম্পাদক নয়ন শর্ম্মার নাম সম্মেলনে ঘোষণা করা হয়।
উপজেলা পূজা পরিষদের সভাপতি ঋষি বিশ্বাসের সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মাস্টার শ্যামল দে’র পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন- চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী। বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু, বিজন চক্রবর্ত্তী, বাবুল ঘোষ বাবুন, জিতেন কান্তি গুহ, ঝুন্টু চৌধুরী, রুবেল দেব, আবদুল খালেক, সরোজ কান্তি সেন নান্টু, আলমগীর আলম, এমএনএ নাছির, এম এজাজ, মিজানুর রহমান, তাপস কুমার দে, দিলীপ ঘোষ দীপু, সৌমেন চক্রবর্ত্তী, বিশ্বজিত দাশ, প্রণব দাশ, যদুরঞ্জন চৌধুরী, ঝুলন দত্ত, দেবর্ষী চক্রবর্ত্তী, জয় প্রকাশ দত্ত, রনজিত চৌধুরী প্রমুখ।
জিরি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ : পটিয়ার জিরি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গত ১ অক্টোবর মতবিনিময় সভা ও স্ব স্ব পূজা মণ্ডপের প্রতিনিধিদের মাঝে ভোগ্যপণ্য ফরম বিতরণ অনুষ্ঠান অজয় শীলের সভাপতিত্বে রাজিব দেবনাথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, দীপক কুমার নাথ, প্রধান আলোচক ছিলেন, লায়ন পন্ডিত সুমন চক্রবর্তী। বক্তব্য দেন, প্রণব কুমার নাথ, রাহুল দাশ, হেমলতা দেবী, রতন নাথ, রিপন শীল, দীপ্ত দেবনাথ, অভি দাশ প্রমুখ।
সাতকানিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে সাতকানিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাথে প্রতিনিধি সভা গত ১ অক্টোবর নগরীর মোমিন রোডস্থ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাতকানিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি রাজীব দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাঞ্চন আচার্য্যের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পূজা পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত। প্রধান বক্তা ছিলেন জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক চেয়ারম্যান অসীম কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা কমিটির সহ-সভাপতি নিবাস দাশ সাগর, বিপুল দত্ত, অ্যাড. প্রদীপ কুমার চৌধুরী, বিশ্বজিত পালিত, কল্লোল সেন, রিটু দাশ বাবলু। বক্তব্য দেন, রাজীব তালুকদার, নিহার চৌধুরী, রিপন দাশ সুজন, সৈকত পালিত রাসেল, ইঞ্জিনিয়ার লিখন কান্তি দাশ, শম্পা দেবী সোমা, নির্মল দাশ, উত্তম দাশ, অঞ্জন দাশগুপ্ত, পোপন ধর, বিধান চৌধুরী শিবু, জন্মজয় নাথ, সুজন আচার্য্য, রিপন বিশ্বাস, লিটন দাশ, দেবাশীষ শর্মা, লিটন মল্লিক প্রমুখ। সভায় প্রধান অতিথি আসন্ন শারদীয় দুর্গোৎসব মহাসাড়ম্বরে স্বাত্তিকতার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে উদ্যাপন করার আহ্বান জানান। সাংগঠনিক অবকাঠামো ঠিক রেখে সংগঠনকে শক্তিশালী করারও নির্দেশনা দেন তিনি।