দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাসদ চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার আলোচনা সভা গতকাল বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উত্তর জেলা জাসদের সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও মহানগর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শতভাগ মুক্তিযোদ্ধাদের নিয়ে ১৯৭২ সনের ৩১ অক্টোবর সমাজতন্ত্র কায়েমের লক্ষ্য নিয়ে জাসদের জন্ম হয়। আজ অবধি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত অসম্প্রদায়িক বাংলাদেশ গঠনের সংগ্রামে জাসদ অব্যাহত রেখেছে। আজকে দেশের যে পরিস্থিতি তা থেকে উত্তরণের একমাত্র পথ সুশাসন সর্বত্রে প্রতিষ্ঠিত করা। এতে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য আহমদ শরীফ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য তৈয়বুর রহমান, দক্ষিণ জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. হোসেন, মহানগর জাসদের সহ-সভাপতি মফিজুর রহমান, নৃপতি রঞ্জন বড়ুয়া, শ্রমিক জোট সভাপতি বোধিপাল বড়ুয়া, দক্ষিণ জেলা জাসদ নেতা নুরুল আবছার, মো. শামসুদ্দিন, পতেঙ্গা থানার সভাপতি মো. সোলাইমান, শ্রমিক নেতা ইদ্রিস পাটোয়ারী, মহানগর জাসদ নেতা মঈনুল আলম খান, রেজাউল করিম আগ্রাবাদী, ইলিয়াছ ফয়জি, সাইদুর রহমান আরমান, মো. ইউসুফ, আনিছুর রহমান, তুষার বড়ুয়া, সালাউদ্দিন, আবুল কালাম, মো. হাসান, মহিউদ্দিন মোহন প্রমুখ।
জাসদ উত্তর দক্ষিণ ও মহানগর : বাংলাদেশ জাসদের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম উত্তর দক্ষিণ ও মহানগর জেলা শাখার যৌথ উদ্যোগে দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে এক আলোচনা সভা মহানগর শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ বলেন জাসদ জন্মলগ্ন থেকে কখনো এককভাবে এবং কখনো মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক দল সমূহকে নিয়ে যৌথভাবে বৈষম্যহীন অসাম্প্রদায়ী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে সংগ্রাম করে আসছে। হাজারও নেতাকর্মীর আত্মত্যাগে, মহীমায় উদ্ভাসিত জাসদ এখনও সেই সংগ্রামে অবিচল রয়েছে। আলোচনা সভায় নেতৃবৃন্দ গণতন্ত্র, সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার জন্য উদাত্ত আহবান জানান। সভায় বক্তব্য রাখেন বাবু ইন্দু নন্দন দত্ত, এড. আবু মোঃ হাসেম, নুরুল আলম মন্টু, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, ভানু রঞ্জন চক্রবর্তী, স্বপন চৌধুরী, আক্তারুল আলম, মাহাবুবুল হক, মোঃ ইউসুফ, এম. এ. লতিফ, হায়দার আলী, অধ্যক্ষ সমীর দাশ, মনিরুদ্দিন খান, মোঃ লোকমান, সৈয়দ জাফর হোসেন, আমানুল্লাহ খান, আনোয়ার ইসলাম, ওবায়দুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।