অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : এ টি এম পেয়ারুল

| বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

শ্রীশ্রী হরি ঠাকুরের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার রাত ৭টায় সর্বজনীন অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতার স্বপ্নপূরণসহ অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐতিহ্য এবং বিশ্বজন স্বীকৃত। এ ঐতিহ্যকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে। সম্প্রীতির এই বন্ধন কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ছিন্ন করতে না পারে, সেদিকেও সকলকে সজাগ থাকার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা এরশাদুল আমিন, আফছারুল আমীন এমপির সন্তান ফয়সাল আমিন, কাউন্সিলর অধ্যাপক মো. ঈসমাইল, মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটি, মো. ওহিদুল আমিন, শহীদুল ইসলাম পিন্টু, রাইসুল ইসলাম চৌধুরী এমিল, এমরান মুহুরী, মো. নুর উদ্দিন, রাশেদুল করীম রাসু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন
পরবর্তী নিবন্ধপ্রত্যাশী সিমস প্রকল্প কর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ