অসামাজিক কার্যকলাপ

ডবলমুরিংয়ে আবাসিক হোটেল থেকে আটক ১৬

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৯ জুন, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানাধীন হক টাওয়ার নামের একটি আবাসিক হোটেল থেকে ১৬ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদের আটক করা হয়। এদের মধ্যে ১৪ জন নারী-পুরুষ ও দুইজন হোটেলের কর্মকর্তা-কর্মচারী। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অসামাজিক কার্যকলাপ চলছে, এমন অভিযোগের ভিত্তিতে হক টাওয়ারে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে তামজিদুর রহমান ও লিটন কান্তি দাশ নামের দুইজন হোটেলের কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১৬ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় গুয়াপঞ্চক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা
পরবর্তী নিবন্ধস্বপ্নের ঠিকানায় ঠাঁই পাবে হতদরিদ্ররা