অসহায়দের মাঝে উত্তর জেলা পূজা পরিষদের শাড়ি বিতরণ

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২০ at ৯:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে হাটহাজারীর নেহালপুর যুব উন্নয়ন সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীতে গতকাল বৃহস্পতিবার সকালে অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। পীষুষ চৌধুরী অভির সভাপতিত্বে ও শুভ্রা মনিয়ম সেনগুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মৃণাল কান্তি সূত্রধর। প্রধান অতিথি ছিলেন আরিফ হান্নান। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা পূজা পরিষদের সভাপতি নটু কুমার ঘোষ। বিপ্লব কুমার চৌধুরীর স্বাগত বক্তব্যে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক এডিশনাল পিপি অ্যাড. নিখিল কুমার নাথ, জসিম উদ্দিন, প্রকৌশলী কৃষ্ণধন বসাক, প্রকৌশলী জয়দেব বৈদ্য, বিপ্লব রক্ষিত, সৈকত দে, দেবরাজ দাশ, অনুপম দে প্রমুখ। অনুষ্ঠানে জাতি-ধর্ম নির্বিশেষে অসহায় ও দুঃস্থদের মাঝে শাড়ি বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেটের সভা
পরবর্তী নিবন্ধরাসুল (স.) এর জীবনী ও স্মৃতিচারণের মাস রবিউল আউয়াল