পটিয়ায় অসহায়–দরিদ্র ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৫৪ জন রোগীকে সরকারি সহায়তা হিসেবে জনপ্রতি এককালীন ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার পটিয়ার মুন্সেফবাজারে এ অনুদানের চেক বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়া আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী এমপি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে এদেশের অসহায় মানুষের ভাগ্য পরিবর্তন হয়। এ সরকার বিধবা, বয়স্ক, স্বামী পরিত্যক্ত ও মাতৃত্বকালীন ভাতাসহ সমাজের অন্যান্য অসহায় মানুষদের যেভাবে ভাতা এবং সহায়তা দিয়ে যাচ্ছে তা অন্য কোনো সরকারের আমলে করা হয়নি। বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদানসহ অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন তিনি। অসহায় মানুষের জন্য প্রদত্ত সব সহায়তা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, আ. লীগ নেতা এম. এজাজ চৌধুরী, অর্থ সম্পাদক নুরুল আলম, পৌরসভা আ. লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুবলীগ নেতা দিদারুল আলম, মো. ফোরকান, এনামুল হক মজুমদার প্রমুখ।