সীতাকুণ্ডে এক অসহায় নারীকে হামলার হাত থেকে বাঁচাতে গিয়ে উল্টো ফেঁসে গেলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি। অভিযুক্তরা উল্টো মহিলা ভাইস চেয়ারম্যানকে হামলাকারী উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন, অভিযোগ জয়নব বিবি জলির। গতকাল বুধবার বিকাল ৩টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জলি জানান, উপজেলার সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুর গ্রামের বৃদ্ধা শায়রা বেগমকে (৬০) পারিবারিক শত্রুতার জেরে গত ১২ মার্চ তারই ভাই মাহাবুল আলমের মেয়ে সাদিয়া ও মুন্নী প্রকাশ্যে মারধর করতে থাকেন। খবর পেয়ে স্থানীয় মহিলা মেম্বার আলমাস খাতুন সেখানে যান। এ সময় সাদিয়া ও মুন্নী তাকে অপমান করলে তিনি বিষয়টি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানকে অবগত করেন।
পরে জয়নব বিবি জলি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, তখনো সাদিয়া ও মুন্নী বৃদ্ধা শায়রা বেগমকে মারধর করছেন। তিনি বৃদ্ধাকে বাঁচাতে গেলে মুন্নী ও সাদিয়া মহিলা ভাইস চেয়ারম্যানকে তুচ্ছতাচ্ছিল্য করেন। এছাড়া শায়রা বেগমকে মাটি থেকে তোলার সময়ের ভিডিও ধারন করে অপপ্রচার করেন যে জলিই বৃদ্ধাকে মারছেন।
তারা জলিকে ছাগল চোর, মোবাইল চোরসহ নানা অপবাদ দিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার করেন এবং সর্বশেষ এসব মিথ্যা তথ্য দিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন। যা মোটেও সত্যি নয় এবং এর পেছনে প্রভাবশালী মহলের ইন্ধন রয়েছে বলে দাবি করেন জয়নব বিবি জলি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী শায়রা বেগম ভাতিজিদের হাতে নির্যাতিত হচ্ছেন বলে জানান। এ সময় মহিলা মেম্বার আলমাস খাতুন ও ফরিদা ইয়াসমিন, নয়নমনি, মনোয়ারা জুবাইদা উপস্থিত ছিলেন। এদিকে এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত সাদিয়া বলেন, ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করতে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান জলি সাংবাদিকদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।