সরকারি সহায়তায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ৪১ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে নগরীর ৬ হাজার ২শ পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করেছেন। বিতরণ করা খাদ্যের মধ্যে ছিল চাল, দুধ, চিনি ও মশুরডাল। করোনাকালীন গরীব, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের জীবন-জীবিকা সংকট মোচনে এই সহায়তা করা হয়।
এ সময় মেয়র বলেন, যদি নগরীর কোনো অসহায় নাগরিকের খাদ্য সহায়তা প্রয়োজন হয়, তবে চসিক বরাবর আবেদন করলে তাদের পরিবারের কাছে জরুরি ভিত্তিতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে। এক্ষেত্রে সাহায্য সহায়তা প্রার্থীর পরিচয়ও গোপন রাখা হবে। প্রেস বিজ্ঞপ্তি।











