বোয়ালখালীর পৌরসভাধীন পশ্চিম গোমদন্ডী ফুলতল অটোরিক্সা চালক সমবায় সমিতির সদস্য মোহাম্মদ আবুল কালামের মৃত্যুতে তার পরিবারের সদস্যদের হাতে মৃত্যু ফান্ডের টাকা প্রদান উপলক্ষে এক সভা ১৩ সেপ্টেম্বর বিকেলে গোমদন্ডী ফুলতলস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হাজী আব্দুল মান্নান রানা। সমিতির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন–সমিতির সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দিন রুবেল, সহসভাপতি মোহাম্মদ নাছের, অর্থ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, প্রচার সম্পাদক ইদু আলম, সিনিয়র সদস্য মোহাম্মদ হাসেম প্রমুখ। শেষে নিহত সদস্য আবুল কালামের স্ত্রী, কন্যার হাতে মৃত্যু ফান্ডের নগদ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি ।