অসমাপ্ত ইউনিট ও ওয়ার্ড সম্মেলন ১৫ জুনের পর

মহানগর আওয়ামী লীগ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৪ জুন, ২০২২ at ৪:৩৫ পূর্বাহ্ণ

ডিসেম্বরে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল। তার আগেই দেশের সকল মেয়াদোত্তীর্ণ মহানগর ও জেলা আওয়ামী লীগের সম্মেলনের নির্দেশনা দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে বিভাগীয় সাংগঠনিক টিমের শীর্ষ নেতারা চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলায় সম্মেলনের কার্যক্রম শুরু করেছেন। ঘোষণা করেছেন তারিখও।

জেলা সম্মেলনের আগে কেন্দ্রীয় নেতারা দক্ষিণ জেলার ৮ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলনসহ সাংগঠনিক কার্যক্রম সমন্বয়ের জন্য জেলার শীর্ষ নেতাদের সমন্বয়ে ৮টি সংগঠনিক টিম গঠন করে দিয়েছেন। একইভাবে চট্টগ্রাম মহানগরীর ১৫ থানার জন্যও ১৫টি সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। এই সাংগঠনিক টিমের সদস্যরা ১৫ জুনের পর থেকে অসমাপ্ত ইউনিটগুলোর সম্মেলন এবং ওয়ার্ড সম্মেলন শুরু করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ... নাছির উদ্দীন।

তিনি জানান, আগামী ১ অক্টোবর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে তার আগে ইউনিট ও ওয়ার্ড সম্মেলন এবং থানা সম্মেলন শেষ করা হবে। জুনের ১৫ তারিখের পর থেকে ওয়ার্ড সম্মেলন শুরু হবে। যেসব ইউনিটের সম্মেলন বাকি আছে সেগুলোও চলবে।

এদিকে দক্ষিণ জেলার আট উপজেলায় যে সমস্ত সাংগঠনিক টিম গঠন করা হয়েছে ইতোমধ্যে এসব সাংগঠনিক টিম উপজেলায় উপজেলায় বর্ধিত সভা করেছে। ঐ বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের নেতাদের সমন্বয়ে প্রতিটি ইউনিয়নে আলাদা আলাদা কমিটি গঠন করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ। তিনি জানান, আমরা উপজেলাউপজেলায় বর্ধিত সভা করেছি। ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলনের জন্য আলাদা আলাদা কমিটি করে দিয়েছি।

গত ১৪ মে নগরীর জিইসি কনভেনশনর সেন্টারে দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৃণমূলের সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চট্টগ্রাম দক্ষিণ জেলায় সম্মেলনের ঘোষণা করেছেন। অপরদিকে গত ২৫ মে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ১ অক্টোবর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধজিন তাড়ানোর নামে ছাত্রীকে যৌন নিপীড়ন
পরবর্তী নিবন্ধদুই কারণে চট্টগ্রাম অঞ্চলে চা উৎপাদন ব্যাহত