২০১৪ সালে শুটিং শুরু হয় অসম প্রেমের গল্পের সিনেমা ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। রুবেল আনুশ পরিচালিত প্রথম সিনেমাটি আগামী ১৪ ফেব্রুয়ারি যে কোনো একটি ওটিটি তথা অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। গত সোমবার প্রকাশ করা হয়েছে ‘ম্যাডাম ফুলি’খ্যাত চিত্রনায়িকা সিমলা অভিনীত সিনেমাটির প্রথম পোস্টার। সিনেমাটির মুক্তি প্রসঙ্গে রুবেল আনুশ বাংলানিউজকে বলেন, নানা জটিলতায় ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ এতদিন মুক্তি দেওয়া যায়নি। তবে বর্তমানে সিনেমাটির সকল কাজ সম্পন্ন হয়েছে। এখন মুক্তির প্রস্তুতি নিচ্ছি। বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আমাদের আলোচনা চলছে। কয়েকদিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে। আশা করছি আগামী ১৪ ফেব্রুয়ারি ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ মুক্তি দিতে পারবো। ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন সিমলা ও ‘ঘেটুপুত্র কমলা’খ্যাত মামুন। কলেজ পড়ুয়া এক তরুণের সঙ্গে বিদেশ থেকে পড়াশোনা সম্পন্ন করে আসা এক তরুণীর প্রেমের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। ‘নিষিদ্ধ প্রেমের গল্প’-এ আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শিমুল খান, মুসা, বাপ্পি, টুটুল চৌধুরী, পুলক হায়দার, শিশির আহমেদ, লাবণী, আফরিন, সাদিয়া, বাদলসহ অনেকে।