অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে ওয়াকথন

অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের আয়োজন

আজাদী ডেস্ক | শনিবার , ৪ মার্চ, ২০২৩ at ৮:৪৭ পূর্বাহ্ণ

আপনার স্বাস্থ্য, আমাদের অগ্রাধিকার’ স্লোগান নিয়ে বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে গতকাল একটি ‘ওয়াকথন’ আয়োজন করা হয়। নগরীর প্রবর্তক মোড় থেকে ওয়াকথনের যাত্রা শুরু হয়ে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে সম্পন্ন হয়। ওয়াকথন উদ্বোধন করেন নগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। তিনি বলেন, অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল চট্টগ্রামের মানুষের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণ করবে। ওয়াকথনের মতো কর্মসূচির মাধ্যমে

 

জনসচেতনতা বাড়ানোর যে উদ্যোগ অ্যাপেলো ইম্পেরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষ নিয়েছে তা সমাজে বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় আরো বলেন, চট্টগ্রামে উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য ইম্পেরিয়াল হাসপাতাল ভারতের স্বনামধন্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান অ্যাপোলো হাসপাতালের সাথে যৌথভাবে কাজ করছে। ওয়াকথনের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্যোগের প্রশংসা করেন তিনি।

তিনি বলেন, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত ব্যায়াম ও হাঁটার মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব। অনুষ্ঠানে ইম্পেরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাফিদ নবী বলেন, অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল বাংলাদেশের নাগরিকদের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদান করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. কিউ এম ওহিদুল আলম।

অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. অননত্‌ এন রাও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং মনিটরিং, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সময়মতো পদক্ষেপে অসংক্রামক রোগের ৭০ শতাংশ প্রতিরোধযোগ্য।

তিনি বলেন, অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল সব বয়সের মানুষের জন্য প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করেছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সফ্‌টওয়্যারের সংমিশ্রণে অত্যাধুনিক স্বাস্থ্যপরিষেবাগুলোও চালু করবে যা ক্রমাগত আপনার স্বাস্থ্যের ওপর নজরদারি করতে এবং ঘরে বসেই নিয়মিত স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করতে পারবেন।

অ্যাপোলো হাসপাতাল ভারতে তিন দশকেরও বেশি সময় ধরে স্বাস্থ্যসেবার নেতৃত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন ডা. অননত্‌ এন. রাও। হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. রবিউল হোসেন অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের মূল ভবনে আগত অতিথিদের উদ্দেশে বলেন, ‘রোগ হওয়ার পর চিকিৎসা না

করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সবার জন্য এবং দেশের জন্য ভালো।’ তিনি বলেন, ৭০ শতাংশ অসংক্রামক রোগ প্রতিরোধযোগ্য। লাইফ স্টাইল পরিবর্তন এবং প্রয়োজনীয় কিছু পদক্ষেপ গ্রহণ করলে বহু রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উপরও গুরুত্বারোপ করেন। গতকাল

শুক্রবার সকাল ৯টা নাগাদ শুরু হওয়া পদযাত্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন। ওয়াকথনটি প্রবর্তক মোড়, জিইসি মোড়, খুলশী, এবং ওয়্যারলেস মোড় হয়ে ফয়’স লেকে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে পৌঁছে শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়ি পোর্ট কানেক্টিং সড়ক নির্মাণ শুরু জুলাইয়ে
পরবর্তী নিবন্ধমোছলেম উদ্দিন আহমদ এমপির শোকসভা আজ