চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ব্যবস্থাপনায় আয়োজিত চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে ৭.৫ পেয়ে একক ভাবে শীর্ষে অবস্থান করছে ইফতেখার। গতকাল তিনি ৮ম রাউন্ডে খেলায় তুষিন তালুকদার সাথে ড্র করেন। তারপরও তার শীর্ষস্থান অক্ষুন্ন রয়েছে। সমান খেলায় ৬.৫ পয়েন্ট নিয়ে ২য় স্থানে আছে আবদুল মালেক, তুষিন তালুকদার এবং নাজিফ নিয়াজ। ৬ পয়েন্ট নিয়ে ৩য় স্থানে রয়েছেন মুজিবুর রহমান, অনিন্দ রিক, কিশোর দত্ত ও উষাসিং মারমা। চট্টগ্রাম জেলা ষ্টেডিয়ামের সিজেকেএস কনভেনশন হলে অনুষ্ঠিত গতকালের খেলায় মালেক–সুদীপ্তকে, নাজিফ– সাইফুলকে, মু জিবুর–জাহাঙ্গীরকে, উষাসিং– বাবলুকে, অনিন্দ্যরিক–মুসনাবিনকে, টিটু–ঈশানকে, সুলতান–সানোয়ারাকে, জাইবির– মাহবুবকে, জাকির–সুমিত্রকে, আবদুল্লা– আদিয়াকে, আনুষ্কা–ওয়াসিফকে পরাজিত করে। আজ বুধবার বিকাল ৪টায় ৯ম ও শেষ রাউন্ডে খেলা অনুষ্ঠিত হবে।