বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ব্যাপক কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। এই উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাদ্য বিতরণ করা হয়। এই উপলক্ষে ‘অশ্রুসিক্ত বাঙালি’ নামে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর একটি স্মরণিকা প্রকাশ করা হয়। গতকাল শনিবার সার্কিট হাউস মিলনায়তনে বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন প্রধান অতিথি বইটির মোড়ক উন্মোচন করেন। এ সময় মহিউদ্দিন আহমেদ রাশেদ, মোহাম্মদ ইদ্রিছ, কাজী আবু তৈয়ব, তপন দস্তিদার, বাদশা মিয়া, রাখাল চন্দ্র ঘোষ, আবু ছৈয়দ, বিজয় ধর প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।









