অশনির সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে চসিকের কন্ট্রোল রুম

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ৫:৩০ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে নগরে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে কন্ট্রোল রুম খুলেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সংস্থাটির দামপাড়াস্থ অফিসে জরুরি এ নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। চসিকের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কালাম চৌধুরী বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন।

চসিক সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ কেন্দ্রে সার্বক্ষণিক রেড ক্রিসেন্ট, স্বেচ্ছাসেবক, চসিকের আরবান ভলান্টিয়ার টিম ও কর্মকর্তা-কর্মচারী জরুরি সেবায় নিয়োজিত রয়েছে। এছাড়াও শুকনো খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানি মজুদ করা হয়েছে। কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বর ০৩১-৬৩০৭৩৯ অথবা ০৩১-৬৩৩৬৪৯।

সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ঘূর্ণিঝড়ের প্রভাবে নগরের কোথাও কোনো ধরনের মানবিক বিপর্যয় ঘটলে তা দ্রুত মোকাবেলায় নিয়ন্ত্রণ কেন্দ্রে যোগাযোগ করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধসবজির ভ্যানে নিয়ন্ত্রণ হারা মাইক্রোর ধাক্কা, আহত ২
পরবর্তী নিবন্ধএবার দোকানের গুদামে সয়াবিন