অল্প বৃষ্টিতেও হাঁটু পানি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৪৭ পূর্বাহ্ণ

সকাল থেকে প্রখর রোদ ছিল আকাশে। ছিল গরমের তাপও। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে হঠাৎ বজ্রপাতসহ ভারী বৃষ্টি শুরু হয়। এতেই দুর্ভোগে পড়ে নগরবাসী। কারণ আকস্মিক এ বৃষ্টির মাত্র ১৫ মিনিটের মধ্যেই তলিয়ে যায় প্রধান সড়কসহ বিভিন্ন নিচু এলাকা। দেখা দেয় জলাবদ্ধতা। বৃষ্টি থামার পরও প্রায় আধঘণ্টা শহরের অনেক নিচু এলাকায় গোড়ালি থেকে হাঁটু সমান পানি জমেছিল। অবশ্য বিকেলেও কয়েকটি এলাকায় পানি জমে থাকার খবর জানান স্থানীয়রা।

জানা গেছে, চাক্তাই খালের ফুলতলা অংশসহ বিভিন্ন নালানর্দমা ভরাট হয়ে থাকা, খাল ও ড্রেনের রিটেইনিং ওয়াল নির্মাণ, কয়েকটি স্পটে ব্রিজকালভার্ট নির্মাণ কাজ চলমান থাকায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। এ কারণেই দেখা দেয় জলাবদ্ধতা। জলাবদ্ধতা নিরসনে সিডিএর চলমান মেগা প্রকল্পের পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনও ব্রিজ নির্মাণ কাজ করছে। তবে বৃষ্টি বন্ধ হওয়ার কিছুৃক্ষণের মধ্যেই পানি নেমে যায় বলে দাবি করেছেন দুই সংস্থার দায়িত্বশীলরা।

গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বৃষ্টি শুরু হয়। একটানা প্রায় ১৫ মিনিট ভারী বৃষ্টি হয়েছে। এরপর বৃষ্টির গতি কমলেও প্রায় দেড়টা পর্যন্ত অল্প অল্প বৃষ্টি হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিস বিকেল তিনটা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় আছে। সেকারণে বজ্রসহ গতকাল বৃষ্টি হয়েছে বলে জানান পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. হারুনুর রশিদ।

এদিকে অল্প বৃষ্টিতেও বহাদ্দারহাট, চকবাজার, বাদুরতলা, কাপাসগোলা, ষোলশহর, ২ নম্বর গেট, শুলকবহর, কাতালগঞ্জ, ডিসি সড়ক, প্রবর্তক মোড়, তিন পুলের মাথা, পাঠানটুলী, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, নিমতলা, টেক্সটাইল মোড়, কাট্টলী, নয়াবাজার মোড়, রহমতগঞ্জ, কাজীর দেউড়ি, ওয়াসাসহ নিচু এলাকায় পানি জমে যায়। চকবাজার আবদুল হাকিম শাহ লেইনে সন্ধ্যা সাড়ে ৬টায়ও হাঁটু সমান পানি জমেছিল বলে দৈনিক আজাদীকে জানান স্থানীয় বাসিন্দা করিম।

বৃষ্টি বন্ধ হওয়ার প্রায় ১৫ মিনিট পর পরির্দশনকালে চকবাজার চক সুপার মার্কেটের সামনে হাঁটুর বেশি দেখা গেছে। ওই এলাকার বালি আকের্ডের সামনে থেকে লালচাঁন্দ রোডের মাথা পর্যন্ত, চক সুপার মার্কেটের মোড় থেকে ধনিয়ারপুল, বড় মিয়া মসজিদ হয়ে রাহাত্তারপুল যাওয়ার সড়কের বিভিন্ন অংশে পনি জমেছিল। এদিকে বৃষ্টি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ওয়াসা মোড়ে জলযট দেখা দেয়। ওয়াসা ভবনেও পানি ঢুকে যায়। কাজীর দেউড়ি বালিকা স্কুলের সামনেও পানি দেখা গেছে। ষোলশহর এলাকার পথচারী মনিরুল ইসলাম আজাদীকে বলেন, সকালে রোদ দেখে ছাতা ছাড়াই বেরিয়েছি। কিন্তু হঠাৎ এত বৃষ্টি আসল। ভিজে গেছি। এর চেয়ে অবাক করা বিষয় অল্প বৃষ্টিতেও রাস্তায় পানি জমে যায়।

এদিকে বিমানবন্দর সড়কের নিমতলাকাস্টমস সংলগ্ন অংশে বড় বড় গর্ত ছিল। সেখানে বৃষ্টির পানি জমে যাওয়ায় যান চলাচল ধীরগতির হয়ে পড়ে বলে জানান স্থানীয় বাসিন্দা নাইম। এদিকে চকবাজার ডিসি রোডের বাসন্দিা ইমরান বলেন, খালনালা সব ভরাট। তাই একটু বৃষ্টি হলেই সবসময় পানি উঠে যায়। আজও এর ব্যতিক্রম ছিল না।

পূর্ববর্তী নিবন্ধবৃহত্তর লাভের জন্য বাংলাদেশে আসুন
পরবর্তী নিবন্ধবিস্কুট চুরি করতে ছুরিকাঘাত