আর্ন্তজাতিক অলিম্পিক একাডেমির আয়োজনে বিশ্বের সবক’টি জাতীয় অলিম্পিক কমিটি’র ডেলিগেডদের নিয়ে ৬ দিনব্যাপী অনুষ্ঠেয় ন্যাশনাল অলিম্পিক একাডেমির ১৬তম আন্তর্জাতিক সেশনে যোগদান করতে আজ ১৬ জুলাই গ্রীসের রাজধানী এথেন্স যাচ্ছেন বিওএ কার্যনির্বাহী সদস্য এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজউদ্দিন মো. আলমগীর। ২০০৭ থেকে অদ্যাবধি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী সিরাজউদ্দিন মো. আলমগীর ১৯৯৬ সনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হন এবং ২০০৪ থেকে ২০১২ পর্যন্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিপিএল টি২০’র প্রতিষ্ঠাতা সদস্য সচিব এবং পিসিএল টি২০’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। আলমগীর বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ এবং জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সহ–সভাপতি এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ২ বারের নির্বাচিত কার্যনির্বাহী সদস্য। সমপ্রতি তিনি ইসলামিক সলিডারিটি গেম্স বাংলাদেশ কন্টিনজেন্ট–এর চিফ দ্যা মিশন মনোনিত হয়েছেন।