অলিম্পিক গেমস আয়োজনের বিপক্ষে বলতে গেলে পুরো জাপান। কিন্তু সরকার চায় শুধু এই গেমসটি আয়োজন করতে। একদিন আগে অলিম্পিক বাতিল করার আহ্বান জানিয়েছে গেমসের অফিসিয়াল পার্টনার এবং জাপানের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা আসাই শিমবান। কিন্তু বিরোধিতাকারীদের কোনো কথাই কানে তুলছে না জাপান সরকার এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান জরুরি অবস্থা জারি থাকা কিংবা আরও বর্ধিত করা হলেও অলিম্পিক গেমস থাকবে নিরাপদ। অলিম্পিক গেমসের সঙ্গে জড়িত জাতীয় এবং আন্তর্জাতিক সব পক্ষের সঙ্গেই নিবিড় যোগাযোগ অব্যাহত রেখেছে জাপান সরকার । পাশাপাশি সবাইকে আশ্বস্ত করা হচ্ছে করোনা মহামারিতে গেমস থাকবে নিরাপদ এবং শঙ্কাহীন। করোনার কারণে ২০২০ সালেই অলিম্পিক গেমস এক বছরের জন্য স্থগিত করে দেয়া হয়। এক বছর পিছিয়ে দেয়া হলেও চলতি বছর অলিম্পিক আয়োজনের ব্যপারে কোনোভাবেই রাজি নয় জাপানের জনগণ। অধিকাংশ জাপানিই চায় না দেশটিতে আর অলিম্পিক আয়োজন হোক।