অলংকার শপিং কমপ্লেক্স নির্বাচনে হুমায়ুন- মমতাজ- বাবুল পরিষদের নিরঙ্কুশ জয়

| রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ১:৩২ অপরাহ্ণ

চট্টগ্রাম শহরের ব্যস্ততম বাণিজ্যকেন্দ্র অলংকার শপিং কমপ্লেক্সে দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির ২০২৫–২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে হুমায়ুন–মমতাজ–বাবুল পরিষদ নিরঙ্কুশ জয় অর্জন করেছে।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে মো. হুমায়ুন কবির ২০৫ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীদের বিপুল ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন শাহাদাত হোসেন বাবুল। সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মমতাজ মিয়া। সহ-সভাপতি (১) পদে নূর নবী ফরাজি, সহ-সভাপতি (২) পদে উত্তম কুমার কর্মকার এবং সহ-সভাপতি (৩) পদে জয়ী হয়েছেন এ. কে. এম. আবুল হাসান।

যুগ্ম সাধারণ সম্পাদক (১) পদে নির্বাচিত হয়েছেন মোশারফ হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (২) পদে মো. মোস্তাফিজুর রহমান। অর্থ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল মুনাফ, এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. লোকমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ধর্মীয় ও সমাজকল্যাণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সফিকুর রহমান সাগর, আর ক্রীড়া ও গ্রাহক সেবা সম্পাদক হয়েছেন মো. আব্বাস উদ্দিন। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শাহেদুল ইসলাম, জাহিদ হাসান, মো. গোলাম মোস্তফা, মো. জাহাঙ্গীর আলম ও মো. সুমন।

নির্বাচনে ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩০০ জন ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনা কমিটি জানায়, ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ শান্তিপূর্ণ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।

ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। রাতে শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে বিজয় মিছিল ও সংবর্ধনার আয়োজন করা হয়।

বিজয়ী সভাপতি মো. হুমায়ুন কবির বলেন, “এই বিজয় শুধু একটি পরিষদের নয়, পুরো অলংকার বাজারের ব্যবসায়ীদের ঐক্যের প্রতীক। আমরা সবাই মিলে ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় ও বাজারের সার্বিক উন্নয়নে কাজ করবো।”

সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাবুল বলেন, “বাজারের ব্যবসায়ীরা আমাদের প্রতি যে আস্থা রেখেছেন, আমরা সেই আস্থার মর্যাদা রাখব। নিরাপত্তা, সেবা ও উন্নয়নমূলক কার্যক্রমে আমাদের পরিষদ সক্রিয় ভূমিকা পালন করবে।”

বিজয়ী পরিষদ আগামী দুই বছর অলংকার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যক্রম পরিচালনা করবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ৩
পরবর্তী নিবন্ধপটিয়ায় ১ কোটি ৮০ লাখ টাকার মাদক জব্দ, গ্রেফতার ৫