অর্ধ শতাধিক নারী উদ্যোক্তার অংশগ্রহণে ঈদ এক্সট্রাভ্যাগেনজা শুরু

| মঙ্গলবার , ১৫ মার্চ, ২০২২ at ৬:৪৯ অপরাহ্ণ

নগরীর জিইসি এলাকার হোটেল দি পেনিনসুলা চিটাগাং-এর ডালিয়া হলে অর্ধ শতাধিক নারী উদ্যোক্তার অংশগ্রহণে শুরু হয়েছে তিন দিনব্যাপী পোষাক প্রদর্শনী ও লাইফস্টাইলের বড় আয়োজন ঈদ এক্সট্রাভ্যাগেনজা।

ইভেন্ট প্ল্যানার ‘লামোর ইভেন্ট’, গার্লস গ্রুপ মেকাপ-শেকাপ ও রিফাত ক্রিয়েশনের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড গ্রোসার ই-কমার্স এর সিইও আশিকুর রহমান, ডায়মন্ড হ্যাভেনের পরিচালক জাওয়াদ চৌধুরী।

উপস্থিত ছিলেন আয়োজক মেকআপ শেকআপ-এর কর্ণধার জুহি চৌধুরী, রিফাত ক্রিয়েশনের রিফাত সুলতানা, লামোর ইভেন্টের সাদ শাহরিয়ার, সাফায়েত সাকি, সাইফ শোয়েব।

মেকআপ শেকআপ-এর উদ্যোক্তা জুহি চৌধুরী জানান, ঈদকে সামনে রেখে নগরবাসীকে নতুন ফ্যাশন ট্রেন্ডের সাথে পরিচিত করানোর পাশাপাশি অভিজাত পরিবেশে সাশ্রয়ী মূল্যে ঈদ শপিং-এর সুযোগ করে দিতে বড় পরিসরে ঈদ এক্সট্রাভ্যাগেনজা আয়োজন করা হয়েছে। এই আয়োজেনে ঢাকা ও চট্টগ্রামের প্রায় অর্ধশতাধিক নারী উদ্যোক্তা তাঁতের পণ্য নিয়ে অংশ নিয়েছে। বিশেষ করে নারী উদ্যোক্তাদের পণ্য এবং তাদের সফল কার্যক্রমকে উৎসাহ যোগানো এবং বাণিজ্যিকভাবে সহায়তা করতে ঈদ এক্সট্রাভ্যাগেনজা আয়োজন করা হয়েছে।

আগামী ১৭ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ ফেয়ার চলবে। ফেয়ারে বিনামূল্যে সবার প্রবেশ উন্মুক্ত থাকবে।

এক্সট্রাভ্যাগেনজায় অর্ধশতাধিক স্টলে বিক্রয় ও প্রদর্শনীতে রয়েছে দেশী-বিদেশী পোষাক প্রদর্শনী, জুয়েলারি, কসমেটিকসহ লাইফ স্টাইলের বিভিন্ন ধরনের পণ্য।

এছাড়া প্রতিদিন ফ্রি মেহেদী উৎসব, লামোর স্টাইল ফটোবুথ, বেস্ট সেলার এওয়ার্ড, বেস্ট লুক্রেটিভ স্টল এওয়ার্ড, বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার, র‌্যাফেল ড্র সহ আরও নানা আকর্ষণ রাখা হয়েছে প্রদর্শনীতে।

পূর্ববর্তী নিবন্ধতিন মাসের বেশি সময় পর প্রথম মৃত্যুহীন দিন
পরবর্তী নিবন্ধবান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিক কর্মীকে গুলি করে হত্যা