‘অর্থনীতির স্বচ্ছতা ও উন্নয়নে পেশাদার হিসাবরক্ষকদের ভূমিকা রয়েছে’

আইসিএমএবিতে অ্যাকাউন্টিং দিবসের অনুষ্ঠান

| বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ৬:২৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস উপলক্ষে আগ্রাবাদস্থ নিজস্ব ক্যাম্পাস থেকে আইসিএমএবি চট্টগ্রাম শাখার ছাত্রছাত্রীদের অংশগ্রহনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে শোভাযাত্রা শেষে সিবিসি কর্তৃক সিএমএ বিল্ডিংয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুসেন কুমার বড়ুয়া। উদ্বোধনী বক্তব্য রাখেন, চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হোসেন। সেশন চেয়ারম্যান ছিলেন সাবেক সিবিসি চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আলম। রিসোর্স পার্সন হিসেবে প্রেজেন্টেসান দেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রিজওয়ান হাসান। সিবিসির সচিব ওয়াহিদ উল্লাহ এফসিএমএ এর পরিচালনায় প্রধান অতিথি বলেন, অর্থনীতির স্বচ্ছতা ও উন্নয়নে পেশাদার হিসাবরক্ষকদের বড় ভূমিকা রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি গ্রামার ফাউন্ডেশন গোল্ড মেডেল মেধাবৃত্তি পরীক্ষার মতবিনিময়
পরবর্তী নিবন্ধযে কর্মশালার উদ্দেশ্য শিল্পীর ব্যক্তিত্ব ও মননের বহিঃপ্রকাশ ঘটানো