অর্থ পাচার ঠেকাতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ঢাকার

| সোমবার , ১৪ অক্টোবর, ২০২৪ at ৭:৩৬ পূর্বাহ্ণ

মানি লন্ডারিং ঠেকানো এবং পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক দুর্নীতিবিরোধী কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। ওয়াশিংটনে এই আলোচনার কথা রোববার এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিডিনিউজের।

বিবৃতিতে বলা হয়, দুর্নীতি মোকাবেলা, মানি লন্ডারিং প্রতিরোধ এবং চুরি যাওয়া সম্পত্তি ফেরানোর ক্ষেত্রে সহযোগিতা জোরদারে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক দুর্নীতিবিরোধী ভারপ্রাপ্ত সমন্বয়ক শেলবি স্মিথউইলসনের সঙ্গে ‘চমৎকার’ আলোচনা হয়েছে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সংস্কারে সহায়তা, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স চুক্তি, এবং ক্রয় সংক্রান্ত বিষয়, আইন শৃংখলা বাহিনী, বিচার বিভাগ এবং গণমাধ্যমের ক্ষেত্রে অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ জ্ঞান বিনিময় ত্বরান্বিত করার বিষয়ও আলোচনা হয়েছে তাদের মধ্যে।

নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অর্থ পাচারের অভিযোগ নিয়ে অনুসন্ধান শুরু করে। সেজন্য বিভিন্ন বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগও শুরু করা হয়। গত ২৮ অগাস্ট প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পুনরুদ্ধার কাজে সরকার ব্যাংকগুলোর নতুন ব্যবস্থাপনা পর্ষদ, বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ, পুলিশের সিআইডি ও দুদকের যৌথ সহায়তা নিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধদায়িত্বের প্রতি নিষ্ঠা ও সততা ছিল মোহাম্মদ মহসিনের
পরবর্তী নিবন্ধডেঙ্গু : ভর্তি রোগী ৪২ হাজার ছাড়াল দেশে আরো ৪ জনের মৃত্যু