অর্থ আত্মসাৎ, চান্দগাঁওয়ে ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ at ৪:৪৮ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানার অর্থ আত্মসাতের একটি মামলায় তাসমিয়া এসোসিয়েটস বিকাশ ডিস্ট্রিবিউটর নামে একটি প্রতিষ্ঠানের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. রাসেল ইসলাম। গতকাল দুপুরে নগরীর চান্দগাঁওয়ের ফরিদার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার চৌকবাস এলাকার বাসিন্দা, থাকতেন নগরীর ডিসি রোডের কালাম কলোনি এলাকায়।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন আজাদীকে বলেন, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৮ ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। তাসমিয়া এসোসিয়েটস বিকাশ ডিস্ট্রিবিউটর নামে একটি প্রতিষ্ঠান মামলাটি করেন। এরই ধারাবাহিকতায় আমরা অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করেছি। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে দুই দিনের মাথায় আবারো যুবদলকর্মী খুন
পরবর্তী নিবন্ধছয় দাবিতে এবার চট্টগ্রাম পলিটেকনিকের অধ্যক্ষের কক্ষে তালা