দুই বাংলার জনপ্রিয় সংগীত তারকা সায়ান চৌধুরী অর্ণবের ব্যক্তিগত ও সংগীত জীবন নিয়ে তৈরি হয়েছে মিউজিক্যাল ফিল্ম। নামটাও রাখা হলো তারই জনপ্রিয় গানের রেশ ধরে, ‘আধখানা ভালো ছেলে আধা মাস্তান’।
যেখানে এই গায়ক ছাড়াও তার স্ত্রী সুনিধি নায়েক অভিনয় করেছেন। থাকছেন অর্ণবের বন্ধু পান্থ কানাই, বুনো, আবরার আতহারসহ অনেকে।
গতকাল শনিবার ফেসবুকে অবমুক্ত হয়েছে এর পোস্টার। আর এতে কেন্দ্রীয় চরিত্র অর্ণবকেই রাখা হয়েছে। শুটিং শেষ হয়েছে আগেই। জানা যায়, একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য এই চমকপ্রদ মিউজিক্যাল ফিল্ম তৈরি করেছেন আবরার আতহার। তিনি এর আগে ‘মাইনকার চিপায়’ নামের ওয়েব ফিল্ম তৈরি করে প্রশংসিত হয়েছেন।
অর্ণব দুই বাংলায় জনপ্রিয় গায়ক। তাকে নিয়ে জানার আগ্রহের কমতি নেই ভক্তদের। তাই তার ব্যক্তিগত গল্পও এতে থাকবে। আবরার আতহার বলেন, অর্ণব চমৎকার একজন শিল্পী। তাকে বুঝতে হলে গভীরভাবে বুঝতে হবে। এই চলচ্চিত্রে সেই চেষ্টাও থাকবে। আর আমরা অনেক আগে থেকেই বন্ধু। বলা যায়, এতে বন্ধুত্বের অনেক কিছুই থাকবে। অর্ণবের বন্ধুরা ছাড়াও দুটি বিশেষ চরিত্রে থাকছেন বিজ্ঞাপন শিল্পের সঙ্গে জড়িত গাওসুল আজম শাওন ও পিপলু খান। জানা যায়, চলতি মাসেই এটি মুক্তি পেতে পারে।