অরিন্দমের স্বজন ও সতীর্থদের স্মরণ

| শনিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

অরিন্দম নাট্য সমপ্রদায়ের প্রয়াত তিন নাট্যকর্মী খালিদ আহসান, আবদুস সালাম আদু ও সুব্রত বড়ুয়া রনি স্মরণে ‘স্বজন ও সতীর্থদের শোকার্ত বিদায়, আছে দুঃখ আছে মৃত্যু…’ শিরোনামে স্মরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। সভাপতিত্ব করেন কমল সেনগুপ্ত। বক্তব্য রাখেন কবি-সাংবাদিক আবুল মোমেন, নাট্যজন শিশির দত্ত ও কবি-সাংবাদিক ওমর কায়সার। নিবেদিত কবিতা পাঠ করেন স্বপন দত্ত, শ্যামলী মজুমদার ও আবসার হাবীব। সংগীত অর্ঘ্য নিবেদন করেন কাবেরী সেনগুপ্ত, মোস্তফা কামাল ও শ্রেয়সী রায়। রবীন্দ্র কবিতা পাঠ করেন সাবেরা সুলতানা বীনা, কঙ্কন দাশ ও সিরাজাম মুনিরা।
অনুভূতি ব্যক্ত করেন মিতা বড়ুয়া ও আইভি হাসান। স্বাগত বক্তব্য রাখেন অরিন্দম নাট্য সমপ্রদায়ের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। বক্তব্য দেন অরিন্দম সভাপতি আকবর রেজা। সঞ্চালনা করেন নাট্যজন মুনীর হেলাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউরকিরচরে গাউসিয়া কমিটির বৃক্ষরোপণ
পরবর্তী নিবন্ধযমুনা ব্যাংক কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ