চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর অনুরোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম নিজ অর্থায়নে দ্বিতীয় বারের মত চট্টগ্রাম মহানগর এলাকায় জনগণের সুবিধার্থে ও ঝুঁকি এড়াতে নালা-নর্দমার ঢাকনা হিসেবে ব্যবহারের জন্য গত বছরের মত গতকাল আবারও এক ট্রাক স্ল্যাব- ঢাকনা প্রদান করেন।
এদিকে নগরির অঙিজেন মোড়কে সমপ্রতি মাইজভান্ডারী চত্বর ঘোষণার প্রেক্ষিতে গোল্ডেন ইসপাত লি. ও এইচ এম স্টিল এন্ড ইন্ডাস্ট্রিজ লি. এর ব্যবস্থাপনায় মাইজভান্ডারী চত্বর নির্মাণের প্রস্তাবিত নকশাও মেয়রকে হস্তান্তর করা হয়। অপরদিকে অক্সিজেন মোড় থেকে নন্দিরহাট পযর্ন্ত সড়কটি ‘হযরত গাউছুল আজম মাইজভান্ডারী সড়ক’ নামে নামকরণের জন্যও মনজুর আলমের পক্ষ থেকে রেজাউল করিম চৌধুরীকে অনুরোধ জানানো হয়। ঝুকিপূর্ণ খোলা নালা-নর্দমা নিরাপদ করার জন্য চসিককে স্ল্যাব প্রদান করায় বতর্মান মেয়র সাবেক মেয়রকে ধন্যবাদ জানান।
এ প্রসঙ্গে সাবেক মেয়র মনজুর আলম বলেন, নগরীর বিভিন্ন এলাকার অনিরাপদ নালা-নর্দমা নিরাপদ করতে ও দুর্ঘটনা রোধকল্পে স্ল্যাব প্রদানের জন্য বর্তমান মেয়র আমাকে অনুরোধ করলে আমি আন্তরিকতার সাথে বিষয়টিতে এগিয়ে আসি। কারণ খোলা নালা-নর্দমার ফলে গত বছর মর্মান্তিকভাবে আমরা কিছু তাজা প্রাণ হারিয়েছি। আমরা এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি চাই না। প্রেস বিজ্ঞপ্তি।