অভ্যুত্থানে আহত ৩১ জনকে চিকিৎসার জন্য পাকিস্তান পাঠানো হবে

| সোমবার , ১৪ এপ্রিল, ২০২৫ at ৬:৫৭ পূর্বাহ্ণ

গত বছরের জুলাইঅগাস্ট গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে ৩১ জনকে উন্নত চিকিৎসার জন্য পাকিস্তান পাঠানো হবে। এছাড়া আরও ২১ জনকে তুরস্কে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

গতকাল রোববার ঢাকার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণ অভ্যুত্থানে অঙ্গহানি হয়েছে এমন রোগীদের দুইটি দেশে পাঠানো হবে। সেখানে তাদের চিকিৎসার জন্য উন্নত প্রযুক্তি আছে। এ বিষয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথাবার্তা চলছে। খবর বিডিনিউজের। উপদেষ্টা বলেন, পাকিস্তান একটি যুদ্ধবিধ্বস্ত দেশ। সেখানে মাইন বিস্ফোরণে আহতদের চিকিৎসায় তারা একটা প্রযুক্তি এনেছেন। ইউকে থেকে আমাদের এখানে একদল চিকিৎসক এসেছিল, তারা জানাল, যারা হাতপা হারিয়েছে তাদের লাহোরে পাঠানো যেতে পারে। সম্ভবত লাহোরে একটা বিশেষায়িত হাসপাতাল আছে, সেখানে এ ধরনের রোগীদের অনেক ভালো চিকিৎসা হয় বলে ইউকের ওই চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। নূরজাহান বেগম বলেন, অন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য ৪০ জনকে বিদেশে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে শাহছুফি রুহুল আহম্মাদের বার্ষিক ওরশ
পরবর্তী নিবন্ধরাঙামাটির অতিরিক্ত এসপি অনির্বাণ চৌধুরী পুলিশ হেফাজতে