অভিযোগ গঠনের শুনানি শুরু

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

| বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

জয় বাংলা ব্রিগেডের’ জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গণঅভ্যূত্থানের মুখে বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয়েছে। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত৯ এর বিচারক আব্দুস সালামের আদালতে এ শুনানি শুরু হয়। খবর বিডিনিউজের।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। এরপর এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ৩০ আসামির মধ্যে ২০ আসামির মামলা থেকে অব্যাহতির শুনানি করেন তাদের আইনজীবীরা। আগামী ৯ ফেব্রুয়ারি অপর আসামিদের অব্যাহতির বিষয়ে শুনানির দিন রেখেছে আদালত।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী রুহুল আমিন বলেন, এই মামলায় ৩০ আসামি কারাগারে আটক রয়েছেন। এদের মধ্যে ২০ আসামির পক্ষে অব্যাহতির চেয়ে করা আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি অপর ১০ আসামির অব্যাহতির শুনানি হবে। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হবে, এমনটা আশা করছি।

এ মামলায় সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনসহ ৩০ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। শেখ হাসিনাসহ ২৫৬ জন পলাতক রয়েছেন। কারাগারে থাকা অপর আসামিদের মধ্যে রয়েছেনখুলনার যুবলীগ নেতা পারভেজ খান ইমন, চট্টগ্রাম ‘জয় বাংলা ব্রিগেড’ প্রধান কবিরুল ইসলাম আকাশ, ‘জয় বাংলা ব্রিগেড বরিশাল বিভাগের অ্যাডভোকেট কামরুল ইসলাম, সোহানা পারভীন রুনা, হাফিজুর রহমান ইকবাল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, এ কে এম আক্তারুজ্জামান, আল মারুফ, এলাহী নেওয়াজ মাছুম, সাজ্জাদুল আনাম।

গত ৫ জানুয়ারি মামলাটি অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ছিল। তবে ওইদিন আক্তারুজ্জামানকে আদালতে হাজির করা হয়নি। এজন্য অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২১ জানুয়ারি রাখা হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু
পরবর্তী নিবন্ধমানুষের ডাকে ও সময়ের দাবিতে নির্বাচনের মাঠে এসেছি