অভিযুক্ত চালক বান্দরবানে গ্রেপ্তার

বাসচাপায় ট্রাফিক পুলিশ নিহত

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৬ জুলাই, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

নগরের পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেইট ট্রাফিক বক্সের সামনে কর্মরত অবস্থায় বাসচাপায় পুলিশ কনস্টেবল মো. নুরুল করিম নিহত হওয়ার ঘটনায় বাসচালক মো. সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার (১৪ জুলাই) রাত পৌনে ৯টার দিকে বান্দরবান জেলার লামা থানার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. সোহেল (২৭) ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উত্তর বিভাগের অতিরিক্ত উপ কমিশনার আরফাতুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহযোগিতায় কর্মরত অবস্থায় বাসচাপায় কনস্টেবল মো. নুরুল করিম নিহত হওয়ার ঘটনায় বাস চালক মো. সোহেলকে লামার পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, নগরের দুই নম্বর গেট এলাকায় গত ১১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে দায়িত্বরত অবস্থায় একটি ঘাতক বাস পিষে মারে সিএমপির ট্রাফিক কনস্টেবল মো. নুরুল করিমকে (৪৭)। ঘটনাস্থলেই বাসটি রেখে পালিয়ে যায় ঘাতক চালক। ঘটনার দিন রাতেই নগর ট্রাফিক পুলিশ উত্তর জোনের সার্জেন্ট মাহিন হাসান বাদী হয়ে পাঁচলাইশ থানায় সড়ক পরিবহন আইনে (১০৫ ধারা) মামলা দায়ের করেন।

পুলিশের কাছে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায় বান্দরবানের দুর্গম এলাকা লামায়। তবে শেষ রক্ষা হয়নি তার; হত্যার পর দু’দিন পালিয়ে বেড়ালেও পুলিশের নির্ঘুম অভিযানে ধরা পড়তেই হয়েছে ঘাতক সেই বাসচালক মো. সোহেলকে (২৭)

নিহত নুরুল করিম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল উত্তরপাড়ার মো. শামসুল হকের ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধছিনতাইকারীরা জবাই করে হত্যা করল ওষুধ কোম্পানির প্রতিনিধিকে
পরবর্তী নিবন্ধআজ চট্টগ্রামে শ্রমিক দলের মহাসমাবেশ