অভিযানের খবরে পালালেন ডায়াগনস্টিক সেন্টার মালিক

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৭:২৭ পূর্বাহ্ণ

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ডায়াগনস্টিক সেন্টারে অভিযান হবে, এমন খবর পেয়ে তাৎক্ষণিক কুমিরা হেলথ প্লাস ডায়াগনস্টিক সেন্টারে তালা ঝুলিয়ে দৌঁড়ে পালিয়ে যান মালিক। পরে লাইসেন্সবিহীন ওই ডায়াগনস্টিক সেন্টারকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ। এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. ফারহান নাসিম ও ডা. বিবি কুলসুম সুমি ও পরিসংখ্যানবিদ ইমাম উদ্দিন প্রমুখ।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় গতকাল দুপুরে কুমিরা বাজারে অবস্থিত বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় ইউনিটি হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স থাকলেও নানা ধরনের অনিয়ম পরিলক্ষিত হওয়ায় দুই দিনের মধ্যে তা ঠিক করে নিতে নির্দেশনা দেয়া হয়। তবে অভিযানের খবর পেয়ে হেলথ প্লাস ডায়াগনস্টিক সেন্টারের মালিক তালা ঝুলিয়ে পালিয়ে যান। পরে লাইসেন্সবিহীন ওই ডায়াগনস্টিক সেন্টারটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রী-মেয়ের সঙ্গে পাশাপাশি কবরে শায়িত শুল্ক কর্মকর্তা
পরবর্তী নিবন্ধমসজিদের ব্যাটারিতে চোরের চোখ, এক মাসে গায়েব অর্ধশত