ওই আকাশের চাঁদটা অভিমানে
মেঘের আড়ালে মুচকি হাসে।
তাই বলে কি আমায় ছেড়ে
অভিমানী তুমি রবে না পাশে।
ওই মোমের আলোটাও আজ অভিমানে
নিভু নিভু করছে,
অভিমানী তুমি কি জানো
তোমায় আজ খুব মনে পড়ছে।
জানো, ওই নির্ঘুম তারারা আজ আমায় দেখে,
মুখ করেছে বেজায় বেশ
তাই বলে কি তুমিও আমায়
করে রেখে যাবে নিঃশেষ।
মনে রেখো অভিমানী তোমায় বড্ড ভালোবাসি,
তোমার জন্যই প্রহর গুনছি
জেগে থাকি দিবানিশি।