চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম বলেছেন, অভিভাবক সচেতনতা একজন শিক্ষার্থীর কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জনের অন্যতম সোপান। তাই, সন্তানেরা মোবাইল ডিভাইসে বাসায় লেখাপড়া করছে নাকি অন্য কিছু দেখছে সেটা অভিভাবকদের নিয়মিত চেক করতে হবে। শিক্ষার্থীদের মানোন্নয়নে শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ করতে হবে। সন্তানদের সামনে মিথ্যা না বলার জন্য তিনি অভিভাবকদের অনুরোধ করেন। তাছাড়া বিদ্যালয়ের সকল নিয়ম–কানুন মেনে চলার জন্য আহ্বান জানান। গত শনিবার হাটহাজারী উপজেলার আবুল খায়ের সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নবীন–বরণ অনুষ্ঠান এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আবু মুসা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয় কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের দাতা সদস্য রফিক আহমদ, বদিউর নেছা সিদ্দিকা, মোহাম্মদ সেলিম খাঁন, এস এম আলমগীর, মোহাম্মদ আবদুল্লাহ আল ছাগীর, মীর মোহাম্মদ ইকবাল হোসেন, রওশন জান্নাত লিবা, শিক্ষক প্রতিনিধি রত্না রানী চক্রবর্তী, রেজাউল করিম ও মুহাম্মদ মোস্তফা কামাল। শেষে বিদ্যালয়ের নবাগত ও বিদায়ী শিক্ষার্থীদের উপহার প্রদান করা হয়।