অভিবাসন কর্মকর্তার আরেক গুলির ঘটনায় নতুন করে উত্তাল মিনিয়াপোলিস

| শুক্রবার , ১৬ জানুয়ারি, ২০২৬ at ৭:৪৭ পূর্বাহ্ণ

৩৭ বছর বয়সী নারী রেনি নিকোল গুড হত্যার পর বিতর্কের জের কাটতে না কাটতেই আবারও একজনকে গুলি করার অভিযোগ উঠল ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তার বিরুদ্ধে। এবার গুলিতে আহত হয়েছেন এক ভেনেজুয়েলান। পাল্টা তার বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন আইসিই কর্মকর্তারা। খবর বিডিনিউজের।

ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়েছে মিনিয়াপোলিসে। বুধবার একটি ট্রাফিক স্টপে ওই ব্যক্তিকে আটকের চেষ্টার সময় গুলির ঘটনা ঘটে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে মিনিয়াপোলিসে মোতায়েন করা সশস্ত্র ফেডারেল এজেন্টদের উপস্থিতিকে কেন্দ্র করে আগে থেকেই চাপা উত্তেজনা বিরাজ করছিল। এই গুলির ঘটনায় উত্তেজনা আরও কয়েকগুণ বেড়েছে।

ঘটনার বিবরণে অবৈধ অভিবাসী দমনাভিযানের বিষয়ে দিখভাল করা ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধভাবে অবস্থান করা এক ভেনেজুয়েলান নাগরিককে আটকের চেষ্টার সময় দুই ব্যক্তি ঝাড়ু এবং তুষার সরানোর বেলচা দিয়ে এক ফেডারেল কর্মকর্তার ওপর হামলা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে ওই কর্মকর্তা গুলি চালালে ভেনেজুয়েলার নাগরিক আহত হন।

এর আগে ওই ব্যক্তি তার গাড়ি নিয়ে পালানোর সময় একটি পার্ক করা গাড়িতে ধাক্কা দিয়ে পায়ে হেঁটে পালানোর চেষ্টা করেছিলেন বলে ডিএইচএস দাবি করেছে। গুলির খবরের পরপরই শত শত মানুষ রাস্তায় নেমে আসে। গভীর রাত পর্যন্ত বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর, বরফের টুকরো এবং আতশবাজি নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও ফেডারেল এজেন্টরা দফায় দফায় টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

পূর্ববর্তী নিবন্ধমস্কোর শান্তি প্রস্তাবে সম্মত হতে ইউক্রেনের সময় ফুরিয়ে আসছে : ক্রেমলিন
পরবর্তী নিবন্ধপুতিন নয়, জেলেনস্কিই ইউক্রেন শান্তি চুক্তি আটকে রেখেছেন : ট্রাম্প