অভিনয় থেকে বিরতি নিলেন আমির

| বুধবার , ১৬ নভেম্বর, ২০২২ at ৮:০৮ পূর্বাহ্ণ

অভিনেতা আমির খান অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। নিজের পরিবারের সাথে আরো বেশি সময় কাটানোর জন্য এমন সিদ্ধান্ত নেন অভিনেতা। দিল্লিতে একটি ইভেন্টে ‘লাল সিং চাড্ডা’ অভিনেতা প্রকাশ করেছেন, তিনি তার জীবনের শেষ ৩৫ বছর ধরে অবিরাম কাজ করে যাচ্ছেন। গ্ল্যামার জগতে ব্যস্ততার কারণে অনেক কিছু মিস করেছেন তিনি। আমির আরো জানিয়েছেন, তিনি যখনই কোনো কাজ করেছেন, তখন এককভাবে সেই প্রকল্পে মনোনিবেশ করেছেন এবং অন্য সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এটি ন্যায্য নয় স্বীকার করে ‘দঙ্গল’ অভিনেতা বলেন, তিনি এখন পরিবারের সাথে থাকতে চান এবং তাঁর মা, ভাই-বোন ও সন্তানদের সাথে দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে চান। গত মাসে আমির খানের মা জিনাত হুসেন হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরই আমির বিরতি নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন। মা এবং পরিবারকে সময় দিতেই সিনেমার জগৎ থেকে নিজেকে দূরে রাখতে চান এই তারকা। এদিকে আমিরের বিরতিনেওয়ারঘোষণায় ভক্ত অনুরাগীরা বেশ হতাশা প্রকাশ করছেন। সামাজিকযোগাযোগ মাধ্যমে প্রিয় অভিনেতার এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় নিজেদের মতামত প্রকাশ করছেন অনেকেই।

পূর্ববর্তী নিবন্ধসরব লায়লা
পরবর্তী নিবন্ধখুশির সঙ্গে আমৃত্যু ঝগড়া করে সুস্থ থাকতে চান চঞ্চল