অভিন্ন অগ্রাধিকার নিয়েই বাংলাদেশের সঙ্গে আলোচনা : বাইডেনের বিশেষ সহকারী

| মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৪:৫১ পূর্বাহ্ণ

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে হওয়া আলোচনায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ‘অভিন্ন অগ্রাধিকার’ স্থান পায় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ সহকারী ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ পরিচালক এইলিন লাউবাখের। রোববার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই বৈঠকের পর তিনি বলেন, ‘অভিন্ন অগ্রাধিকার ও ভবিষ্যতে একযোগে কাজ করার পথ নিয়ে আলোচনা করতে পারা আমাদের জন্য আনন্দের, যুক্তরাষ্ট্রবাংলাদেশ সম্পর্ককে গুরুত্ব দেওয়ার প্রেক্ষাপটে যেটার প্রতীক্ষা আমরা করছি।’ খবর বিডিনিউজের। লাউবাখারের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করে। প্রতিনিধিদলে আরও ছিলেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাইউএসএআইডির সহকারী প্রশাসক মাইকেল শিফার এবং যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার। অগ্রাধিকারের কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, এ বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এইলিন লাউবাখের। মাইক্রোব্লগিং সাইট এঙএ এক পোস্টে আলোচনার বিভিন্ন দিক তুলে ধরে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস বলেছে, ‘সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, কীভাবে আমাদের দুদেশ পারস্পরিক স্বার্থ নিয়ে কাজ করতে পারে। যার মধ্যে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা, শরণার্থী, জলবায়ু, শ্রম ও বাণিজ্য।

পূর্ববর্তী নিবন্ধচলে গেলেন পঙ্কজ উদাস
পরবর্তী নিবন্ধশিশুর জগৎ, শিশুর উচ্ছ্বাস