অভিনয়ের জন্য পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাই

| সোমবার , ১৬ অক্টোবর, ২০২৩ at ৫:১৪ পূর্বাহ্ণ

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ তার নাটকের জন্য একজন মহিলা ডাকাত চরিত্রের জন্য শিল্পী খুঁজছিলেন। সৌভাগ্যক্রমে হুমায়ূন আহমেদ স্যার ও আমার প্রোডাকশন অফিস কাকরাইলে একই বিল্ডিং ছিল। তার সহকারীর সঙ্গে আমার আগেই পরিচয় ছিল। উনি এসে আমাকে বললেন নতুন একটি নাটকে একজন ডাকাত মহিলা চরিত্র রয়েছে, আপনি কি অভিনয় করবেন? আমি যেন হাতে আকাশের চাঁদ পেয়ে গেলাম! কারণ স্যারের নাটকে অভিনয় করার জন্য অনেক শিল্পী মুখিয়ে থাকেন। সেই থেকে স্যারের অনেক নাটক এবং সিনেমায় আমি অভিনয় করেছি। শবনম পারভীন অভিনয় শুরুর গল্প বলতে গিয়ে বলেন, আমি যখন অভিনয় জগতে পা বাড়াই তখন আমার বাবা আমাকে স্পষ্ট বলেনতুমি যদি এই জগতে যাও তবে আমি তোমাকে ত্যাজ্য করবো। আমি তখন উলটো রাগ দেখিয়ে মানিকগঞ্জ থেকে ঢাকা চলে এলাম। অভিনয়ের জন্য পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি পর্ব হচ্ছে নানিনাতি। সেখাবে নানির ভূমিকায় দেখা মেলে আপনার। কেমন উপভোগ করেন? অভিনেত্রী বলেন, আশি বছরের বৃদ্ধ থেকে শুরু করে ২৫ বছরের যুবক সবাই আমাকে যেখানেই দেখে নানি বলে চিৎকার করে ওঠে।

নাটক বলেন আর সিনেমা বলেন, সব জায়গায় নায়কনায়িকা আর আমাদের পারিশ্রমিকে আকাশ পাতাল পার্থক্য। এর মধ্যে আবার অনেকেই পুরো পারিশ্রমিক দিতে কার্পণ্য করেন। আমার মতো ক্ষুদ্র শিল্পীও অনেক প্রযোজকের কাছে টাকা পাওনা আছি। অভিযোগ করে তিনি বলেন, মাঝে মাঝে মনে ভয় হয় আমিও কি দুস্থ শিল্পীদের কাতারে পড়ে যাচ্ছি!

পূর্ববর্তী নিবন্ধমাদারীপুরের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট থাকবে চট্টগ্রামের নিয়ন্ত্রণে : নৌ প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধভদ্রলোক হয়ে গেছি মানে দুর্বল নই : আসিফ