অভিনন্দন চট্টল গৌরব দৈনিক আজাদী

সাহাদাত হোসাইন সাহেদ | মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০৪ পূর্বাহ্ণ

দৈনিক আজাদী ৬২ তম পদ যাত্রায় নিয়ে আসুক আরো অনেক প্রাপ্তি। অভিনন্দন প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক। ১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর আপনি একটি দৈনিক প্রকাশ করে সাড়া ফেলে দিলেন চট্টগ্রাম, দেশ, সংবাদ, সমাজ ও সাহিত্যে। সময়ের অধিক কাল ধরে বরেণ্য ব্যক্তিত্ব সাবেক সাংসদ, সংবিধান রচয়িতা অধ্যাপক মোহাম্মদ খালেদ সম্পাদক হিসেবে অবস্থান ও অলংকরণে দৈনিক আজাদী হয়ে উঠে জন মানুষের দর্পণ। দৈনিক আজাদী সংবাদ পত্রের একটি মাইলফলক। ২০১৯ সালে অর্জন করেন প্রেস কাউন্সিল পুরস্কার। ৬১ বর্ষের প্রিয় আজাদী যুগের বাহন, একটি ঈর্ষণীয় ইতিহাস। দীর্ঘকাল বাবার গড়া আজাদীকে আশ্রয় করে এগিয়ে নিয়েছেন বর্তমানের কাণ্ডারী সম্পাদক জনাব এম এ মালেক সাহেব। তাই বলা যায়, সব পথ অতিক্রম করার অনবদ্য ঠিকানা, সংবাদ বাহনের মুখপাত্র প্রিয় পত্রিকা দৈনিক আজাদী। আগামীদের আসর, আজমিশালী, বিনোদন ফিচার, আনন্দন, চিঠিপত্র, উপসম্পাদকীয় ও সুখে দুখে ফেইসবুকে সুললিত পথে লিখেছি কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায়। দৈনিক আজাদীর পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামে সৃষ্টি হয়েছে প্রচুর লেখক, কবি, গল্পকার ও সাহিত্য সংস্কৃতি প্রেমিক। যাকে সমার্থক অর্থে বলা যায় এক ঝাঁক পায়রা। রাষ্ট্রীয় পুরস্কার ও অর্জন করেছে অনেক গুণী বরেণ্য সাধক। যাদের শ্রদ্ধা ও সম্মানের তরে শুভেচ্ছার ডালা খুলে রাখি। পরিচালনা সম্পাদক জনাব ওয়াহিদ মালেক ৬০ বর্ষ পূর্তি সংকলন প্রকাশ করে সাড়া ফেলে দিলেন। তিনি দারুণ এক ইতিহাসের দ্বার উন্মোচন করলেন। প্রমাণ করলেন তাঁর যোগ্যতা, আন্তরিকতা ও নির্ভরতা। শুভেচ্ছা দৈনিক আজাদী পরিবারের সকল স্তরের কলা কুশলী। জয় হোক আজাদীর।

পূর্ববর্তী নিবন্ধসমুজ্জ্বল থাকুক প্রিয় আজাদী
পরবর্তী নিবন্ধকালজয়ী ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়