অভিজ্ঞতা থাকায় দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না শ্রম প্রতিমন্ত্রী

| সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৭:৩৭ পূর্বাহ্ণ

শ্রম ও কর্মসংস্থান সম্পর্কে অভিজ্ঞতা আছে, তাই মন্ত্রণালয়ের দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী। গতকাল রোববার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর বাংলানিউজের।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, পাঁচ বছর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হয়ে দায়িত্ব পালন করেছি। এ মন্ত্রণালয়ের কাজ সম্পর্কে আগে থেকেই আমার অভিজ্ঞতা আছে। তাই এত বড় মন্ত্রণালয়ের দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে দেখছি না। তিনি বলেন, প্রধানমন্ত্রী যে বিশ্বাস নিয়ে আমাকে এ দায়িত্ব দিয়েছেন, সেটা আমি পালন করতে পারবো, সে আত্মবিশ্বাস আছে আমার।

পূর্ববর্তী নিবন্ধদুর্নীতিমুক্ত অর্থ ব্যবস্থা গড়ার প্রত্যয় অর্থ প্রতিমন্ত্রীর
পরবর্তী নিবন্ধঅনেক নাটকের পর শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী