অভয়ারণ্য এলাকায় বসতি, বৃদ্ধকে আছড়ে মারল হাতি

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৭:১৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে সত্তরোর্ধ জাফর আলম প্রকাশ মাইক জাফর নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উচিতার বিলস্থ বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই এলাকার মৃত কালু চৌকিদারের পুত্র।

জানা যায়, দলছুট হয়ে একটি বন্য হাতি বাড়ির উঠানে চলে আসে। এ সময় সামনে পড়ে গেলে ওই বৃদ্ধকে শুঁড়ে তুলে আছড়ে হত্যা করে হাতিটি। এ সময় পরিবারের অন্য সদস্যরা প্রাণ বাঁচাতে পালিয়ে যায়।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের পদচ্যুত চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উচিতারবিল জায়গাটি বন্য হাতির অভয়ারণ্য এলাকা ছিল। সেখানে অনেক বসতি স্থাপন করা হয়েছে। সোমবার ভোরে দলছুট একটি বন্য হাতির সামনে পড়ে গেলে বৃদ্ধ জাফর আলমকে শুঁড়ে তুলে আছড়ে হত্যা করে।

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন বলেন, বন্য হাতির আক্রমণে নিহত ব্যক্তির ব্যাপারে তথ্য নেওয়া হচ্ছে। আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়মানুযায়ী ক্ষতিপূরণ যাতে পায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধছোট হয়ে যাচ্ছে চাক্তাই খাতুনগঞ্জের বাজার
পরবর্তী নিবন্ধযুবদল নেতা হত্যা সাবেক এমপি জাফর ৪ দিনের রিমান্ডে