অবৈধভাবে মাটি কাটায় পটিয়ায় তিনজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুসুমপুরা এলাকা হতে অবৈধভাবে মাটি কাটার দায়ে তাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিরুদ্ধে এ আদেশ দেন।
এ ঘটনায় আসামিরা হলেন কর্ণফুলী উপজেলার দৌলতপুর এলাকার আবুল কাশেমের পুত্র মহিউদ্দিন (২২), একই উপজেলা ও থানার আবদুছ ছালামের পুত্র মো: সুলতান আলী (২৮) ও পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বিনানিহারা গ্রামের আবদুল হালিমের পুত্র আবুল কালাম (৪৫)। পটিয়া থানার ওসি আবু জায়েদ মো: নাজমুন নুর ও থানার একদল পুলিশ ভ্রাম্যমাণ আদালতের অভিযান সহায়তা করেন। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস বলেন, অবৈধভাবে মাটি কাটা রোধকল্পে ভ্রাম্যমাণ আদালত মাটি কাটার দায়ে তিন ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ অভিযান অব্যাহত থাকবে।