অবৈধ ভারতীয়দের শিকল বেঁধে ফেরত দুর্ব্যবহার ঠেকাতে যুক্তরাষ্ট্র-ভারত আলাপ

| শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:০২ পূর্বাহ্ণ

প্রথম দফায় যুক্তরাষ্ট্র থেকে বুধবার ফেরত পাঠানো হয়েছে ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে। বিমানে হাতে হাতকড়া, পা শিকলে বেঁধে তাদেরকে আনা হয়েছিল বলেই জানিয়েছেন অভিবাসীদের একজন। পাঞ্জাব রাজ্যের অমৃতসরে মার্কিন সামরিক বিমানটি বিমানবন্দরে নামার পরই বাঁধন খোলা হয়। খবর বিডিনিউজের।

এভাবে ভারতীয়দের দেশে ফেরানোর ঘটনা সমালোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে ভারতের পার্লামেন্টও হয়েছে উত্তপ্ত। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী সাংসদরা। ক্ষোভের মুখে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের সঙ্গে যাতে কোনও দুর্ব্যবহার না করা হয়, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারত সরকার আলাপ করছে। তিনি জানান, মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সংস্থা জানিয়েছে, প্রত্যর্পণের সময় নারী ও শিশুদের আটকে রাখা হয়নি। যাত্রীদের শৌচালয়ে যাওয়াতেও কোনও নিষেধাজ্ঞা ছিল না। তবে ফিরে আসা ভারতীয়রা যে কষ্ট পেয়েছেন, তা তারা জানিয়েছেন বলে মন্তব্য করেছেন জয়শংকর।

পূর্ববর্তী নিবন্ধ‘প্রথম দল’ হিসেবে একুশে পদক পাচ্ছে সাফজয়ী মেয়েরা
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে চোরদের মূল্যবান লুটের মাল ডিম