লোহাগাড়ায় চুনতি ইউনিয়নের সাতগড় লম্বাশিয়া এলাকায় সংরক্ষিত বনে পাহাড় কেটে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও বনবিভাগ। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল, সাথে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক মো. দেলোয়ার হোসেন, চুনতি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আবীর হাসান, সাতগড় বিটের বিট কর্মকর্তা মো. মোহসিন আলী ইমরানসহ পুলিশ ও বন বিভাগের স্টাফরা। রেঞ্জ কর্মকর্তা মো. আবীর হাসান জানান, লম্বাশিয়ায় অভিযান চালিয়ে পাহাড় কেটে অবৈধভাবে উত্তোলিত বালুর স্তূপ নষ্ট ও বালু উত্তোলনের জন্য ব্যবহৃত অবৈধভাবে মজুদকৃত পানি পাড় কেটে অপসারণ করা হয়। এছাড়া বালু পরিবহন কাজে ব্যবহৃত রাস্তা কেটে গর্ত তৈরি ও রাস্তার মাঝে পিলার পুঁতে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হবে। লম্বাশিয়ায় পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের ব্যাপারে আদালতে অনেকগুলো মামলা চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল উপজেলার চুনতি ইউনিয়নের লম্বাশিয়া এলাকায় ‘বনের ফুসফুসে বালু অস্ত্র’ শিরোনামে দৈনিক আজাদী পত্রিকার শেষ পাতায় সংবাদ প্রকাশিত হয়। একইদিন সেই লম্বাশিয়ায় অবৈধভাবে পাহাড় কেটে বালু উত্তোলনের স্থান পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিদর্শনকালে লম্বাশিয়ায় পাহাড় কেটে বালু উত্তোলন বন্ধে সমন্বিত উদ্যোগ ও পাহাড় কাটার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।