পড়ন্ত সূযের্র শেষ বিকেলের আলো
যদি তোমার ঠোঁটের কোণে এতোটুকু
স্মিত হাসির প্রলেপ দিয়ে যায় তবে
প্রখর বৈশাখেও এক পশলা শ্রাবণ এসে
আমাকে পুরো ভিজিয়ে দেয় নির্দ্বিধায়।
তোমার আলগোছা আশকারায়
একটি নতুন গল্প জন্মাবে বলে ডালপালা
ছড়িয়ে দাঁড়িয়ে থাকি পথের বাঁকে।
মন গহীনে সঞ্চিত শব্দগুলো ভৌদৌড়
দিয়ে ধরা দিতে চাই সেই গল্পের কাছে।
হোক না ফেরার পথে একটা অবেলার গল্প।
সেই গল্পে না হয় কুমুদ ক্লহারের মত
ভেসে থাকলাম নিটোল ভালোবাসার দিঘিতে।
বাতাসের কানে কানে না হয় জানালাম
অব্যক্ত কথাগুলো চাঁদের আলো মাখা
কোনো এক শ্রাবণের ঘন যামিনীতে।
জলের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা স্নিগ্ধ
অনুভূতিগুলোর হোক না পুনর্জন্ম।
অবেলায় আরেকবার শুকনো খটখটে
পাহাড়ের বুকে নামুক নির্ঝরিনীর ধারা।
আর একগুচ্ছ কদম হাতে ভরা বর্ষায়
কলঙ্কে কালি লেপন করে একটা নতুন
গল্প লিখো শুধু আমার জন্য।