চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু বলেছেন, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এরপর তাদের অঙ্গসংগঠন ছাত্রশিবিরকে নিয়ে জঙ্গিবাদের প্রসার ঘটিয়েছে। তাদের অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আর এ জন্য আইনি, সামাজিক এবং সর্বোপরি তারুণ্যের ত্রিমুখী লড়াইয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। গতকাল শনিবার অলংকার মোড় চত্বরে আকবর শাহ্ ও পাহাড়তলী থানা আওয়ামী যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এসব কথা বলেন তিনি। মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের সভাপতিত্বে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণের দাবি জানিয়ে এ সময় আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, শাখাওয়াত হোসেন স্বপন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।