অবিলম্বে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিন

পশ্চিম বাকলিয়ায় ডা. শাহাদাত

| শনিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই সরকার প্রতিহিংসার রাজনীতি পরায়ন সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। বেগম খালেদা জিয়া বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। বিশেষজ্ঞ চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কথা বললেও সরকার কর্ণপাত করছে না। দেশের মানবাধিকার নেই, গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে তিন তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠান। না হয় এদেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জিয়া পরিবার এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পশ্চিম বাকলিয়া সিএনবি মসজিদের খতিব মাওলানা মো. নুরুন্নবী। ১৭ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. সেকান্দারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাজী ইমরান উদ্দিনের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ, মহানগর বিএনপি নেতা আমিন মাহমুদ, ইব্রাহিম বাচ্চু, খোরশেদ আলম, ইসমাইল বাবুল, শেখ মোহাম্মদ আলাউদ্দিন, এ কে এম আরিফুল ইসলাম ডিউক, হাজী মোহাম্মদ ইউসুফ, মো. ইকবাল, মোহাম্মদ গিয়াস উদ্দিন, জমর উদ্দিন বাবলু, রাজামিয়া, মোহাম্মদ ইদ্রিস হাসি মিয়া, এস এম পারভেজ, মো. মালেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়নের মহাসড়কে আমাদের গতি এখন অপ্রতিরোধ্য
পরবর্তী নিবন্ধস্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হলে জনগণ সর্বোত্তম সেবা পাবে : পেয়ারুল